এফএ কাপের সেমিফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে অ্যাওয়েতে বোর্নেমাউথকে হারিয়ে তারা শেষ চারে জায়গা করে নিয়েছে। পিছিয়ে পড়ার পর তারা জয় পেয়েছে ২-১ গোলে। ম্যানসিটির হয়ে গোল করেছেন আর্লিং হালান্ড ও ওমর মারমৌশ।
ম্যানসিটি উভয় গোল পেয়েছে দ্বিতীয়ার্ধে। তার আগে প্রথমার্ধে বোর্নেমাউথকে এগিয়ে দিয়েছিলেন এভানিলসন। ২১তম মিনিটে গোল করে তিনি ম্যানসিটিকে কঠিন পরীক্ষার মাঝে ঠেলে দিয়েছিলেন। তবে ১৪তম মিনিটে ম্যানসিটিকে এগিয়ে নিতে পারতেন আর্লিং হালান্ড। পেনাল্টি পেয়েও তিনি গোল করতে পারেননি। তার দুর্বল শট রুখে দেন কেপা আরিজাবালাগা।
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা দ্বিতীয়ার্ধে মাঠে নামান ২০ বছর বয়সী নিকো ও’রেইলি। তার অন্তর্ভূক্তিতে দলের শক্তি বেশ বেড়ে যায়। তার সুফল তুলতে বেশি দেরি হয়নি ম্যানসিটির। ৪৯ মিনিটে সমতা সূচক গোল করেন হালান্ড। কিন্তু একটু পরেই পেপ গার্দিওলার মাথায় চিন্তার বোঝা চাপিয়ে দেন হালান্ড। আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে তার দুঃশ্চিন্তা দূর করে দেন ওমর মারমৌশ। ৬৩ মিনিটে তিনি এনে দেন জয়সূচক গোল। আর তাতেই ম্যানসিটি পৌঁছে যায় এফএ কাপের সেমিফাইনালে।