এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো করলেও ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্থ শেষ করেছে বাংলাদেশ। ৩৬তম মিনিটের একটি পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিক হংকং চায়না।
বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শুরুর একাদশে রক্ষণের ভারসাম্য রাখতে আনেন জায়ান আহমেদ, শোমিত সোম ও তপু বর্মনকে। শুরু থেকেই রক্ষণে দৃঢ়তা দেখানোর চেষ্টা ছিল লাল-সবুজদের। প্রথম বিশ মিনিট কয়েকটি বিপদ সামলেও কার্যকরভাবে আক্রমণ ঠেকিয়ে রাখে ডিফেন্স লাইন, আর গোলরক্ষক মিতুল মারমা ছিলেন সতর্ক।
২২তম মিনিটে উল্টো সুযোগ তৈরি করে বাংলাদেশ। মাঝমাঠে বল কাড়ার পর শোমিত সোম ক্ষিপ্র গতিতে বক্সের দিকে এগোতেই হংকং ডিফেন্ডারের ট্যাকলে পড়ে যান। বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে হামজা চৌধুরীর শট দেয়ালে লেগে ফিরে আসে।
সবকিছু নিয়ন্ত্রিত থাকলেও ৩৬তম মিনিটে ছন্দ হারায় বাংলাদেশ। বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন কাজী তারিক রায়হান। বলের নিয়ন্ত্রণ হারিয়ে তাড়াহুড়ো করে বক্সে ফাউল করেন ফেরনান্দো পেরেইরার ওপর। রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজান।
স্পট কিক থেকে গোলরক্ষক মিতুলকে বিপরীত দিকে পাঠিয়ে সহজেই গোল করেন ম্যাট অর, এবং ১-০ ব্যবধানে এগিয়ে যায় হংকং।
৪৪তম মিনিটে আরও একটি দুঃসময় এড়ায় বাংলাদেশ। কর্নার থেকে আসা বল মিতুলের গ্লাভস ফসকে গেলে, তপু বর্মন দ্রুত এসে বিপদ ঠেকান।
এর আগের লেগে ঢাকায় ৪-৩ গোলে হারা বাংলাদেশ আজ জয় পেলে তবেই টিকে থাকতে পারবে বাছাই পর্বে। কিন্তু প্রথমার্ধ শেষে পরিস্থিতি তাদের জন্য সহজ নয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















