পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হালান্ড, ম্যানসিটির ড্র

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হালান্ড

ম্যানচেস্টার সিটির গোল মেশিন তিনি। প্রতি ম্যাচে একাধিক গোল করাটা অভ্যাসে পরিণত করেছিলেন আর্লিং হালান্ড। সেই হালান্ড এখন গোল খরায় ভুগছেন। অবস্থা এতটাই নাজুক যে, পেনাল্টি থেকে গোল করতে না পারার লজ্জায়ও ডুবতে হচ্ছে তাকে। বৃহষ্পতিবার রাতে নিজেদেরা মাঠে অনুষ্ঠিত খেলায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে ম্যানসিটির। এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি।

জয় নামক শব্দটি এখন ম্যানচেস্টার সিটির ডিকশনারিতে নেই বললেই চলে। জয় তাদের জন্য এখন স্বপ্নে পরিণত হয়েছে। দাপটের সঙ্গে মৌসুম শুরু করা দলটি সব ধরণের খেলায় গত ১৩ ম্যাচে একটা মাত্র ম্যাচে জয় পেয়েছে। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দলটি এখন সপ্তম স্থানে রয়েছে।

ম্যাচে চতুর্দশ মিনিটে সিলভা গোল করে ম্যানসিটিকে এগিয়ে নিয়েছিলেন। তার গোল ম্যানসিটির সমর্থকদের অন্যরকম এক আনন্দে ভাসিয়ে দিয়েছিল। এ গোলের সুবাদে তারা জয়েরও স্বপ্ন দেখছিল। কিন্তু তাদের স্বপ্ন আর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৬ মিনিটে ইলিমানের গোলে এভারটন সমতা ফিরিয়ে আনে।

ম্যানসিটির সমর্থকদের মধ্যে আবার সেই স্বপ্ন ফিরে এসেছিলে। দ্বিতীয়ার্ধে তারা পেয়েছিল পেনাল্টি। গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হালান্ড গোল করতে ব্যর্থ হওয়ায় তারা আবার হতাশায় ডুবে যান। ম্যানসিটির গত দুই মৌসুমের গোল মেশিন ১৪ ম্যাচে এবার মাত্র চার গোল করেছেন।

Exit mobile version