ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, যারা নিজেদের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক হয়েছেন, এবার পেনাল্টি মিসের দিক থেকেও এক জায়গায় দাঁড়ালেন। ফুটবল জগতে গোলের সহজতম সুযোগ হিসেবে বিবেচিত পেনাল্টি মিসের তালিকায় এতদিন শীর্ষে ছিলেন মেসি। তবে এবার সৌদি আরবের কিংস কাপের এক ম্যাচে পেনাল্টি মিস করে তাকে সঙ্গী করলেন রোনালদো।
আল নাসরের হয়ে খেলা রোনালদো অতিরিক্ত সময়ে ম্যাচে টিকে থাকার সুযোগ পেয়েছিলেন, কিন্তু পেনাল্টি মিস করায় সেই সম্ভাবনাও নষ্ট হয়। তার শটটি গোলবারের ওপর দিয়ে চলে যায়, যা শুধু ম্যাচ থেকে আল নাসরকে বিদায়ই নয় বরং রোনালদোকে ৩১তম পেনাল্টি মিসের বিব্রতকর রেকর্ডেও নিয়ে যায়। একইসঙ্গে ৩১টি পেনাল্টি মিস করে এখন এই তালিকায় সবার ওপরে মেসি ও রোনালদো।
রোনালদো তার ক্যারিয়ারে ১৯৯টি পেনাল্টি থেকে গোল করেছেন ১৬৮ বার, যেখানে সাফল্যের হার ৮৪ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে মেসির সাফল্যের হার কিছুটা কম—১৪০ পেনাল্টি থেকে ১০৯ গোল, যা প্রায় ৭৭ দশমিক ৯ শতাংশ। জাতীয় দলের হয়ে পেনাল্টি সাফল্যের বিচারে মেসি কিছুটা এগিয়ে, ২৯ পেনাল্টির ২৪টিতে সফল হলেও রোনালদো ২৮ পেনাল্টি থেকে গোল করেছেন কেবল ২০টিতে।
পেনাল্টি মিসের দিক দিয়ে মেসি ও রোনালদোর এমন বিব্রতকর অবস্থান হয়তো তাদের সমর্থকদের জন্য হতাশার, তবে তাদের অসংখ্য কীর্তি এই মিসের রেকর্ডকে ছাড়িয়ে তাদের সফলতার প্রতীক হয়ে থাকবে।