পেশাদার ফুটবলে ১২শতম ম্যাচে রোনালদোর গোল

পেশাদার ফুটবলে ১২০০ তম ম্যাচটি দারুণভাবে রাঙালেন আল নাসরের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতে অনুষ্ঠিত সৌদি প্রো লিগ ম্যাচে তার দল আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে। রোনালদো একটা গোল করেছেন, আরেক গোলে রেখেছেন সরাসরি অবদান।

৩৮ বছর বয়সী রোনালদো দলের হয়ে প্রথম গোল করেন। সাদিও মানের বাড়ানো বলে মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথম গোলের দেখা পান সিআর-সেভেন। পেশাদার ক্যারিয়ারে এটা ছিল রোনালদোর ৮৬৮তম গোল। অবশ্য ম্যাচের প্রথম মিনিটেই একবার প্রতিপক্ষের জালে বল ফেলেছিলেন। কিন্তু তার গোল বাতিল করা হয়।

সবচেয়ে বেশি ১৩৯০ টি পেশাদার ম্যাচ খেলার রেকর্ডটা ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটনের। তবে সংখ্যা নিয়ে যথেষ্ঠ বিতর্ক রয়েছে। কোথাও কোথাও তার নামের পাশে ম্যাচের সংখ্যা আবার ১৩৮৭ লেখা।

এ গোলের মধ্য দিয়ে সৌদি প্রো-লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরও এগিয়ে গেলেন রোনালদো। ১৬ ম্যাচে এটি তার ১৬তম গোল। গত শুক্রবার আল হিলালের কাছে ০-৩ গােলে হেরেছিল আল নাসর। এই ম্যাচদিয়ে আবারও জয়ে ফিরলো আল নাসর।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লেখেন, ‌’আরো তিন পয়েন্ট। যারা আমাকে ১২০০ তম ম্যাচ পর্যন্ত আসার ব্যাপারে সহযোগিতা করেছেন সেই সব সতীর্থদের ধন্যবাদ। চমৎকারভাবে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আল নাসর দ্বিতীয় গোল পায়। রোনালদোর সহযোগিতায় গোলটি করেন স্বদেশি ওটাভিও। দ্বিতীয়ার্ধে আল নাসরের ব্রাজিলিয়ান খেলোয়াড় তালিসকা জোড়া গোল করে জয় নিশ্চিত করেন।

এ জয়ের ফলে আল নাসর ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৪৪ পয়েন্ট নিয়ে আল হিলার শীর্ষে। আর আল রিয়াদ ১৬ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে।

Exit mobile version