প্যারাগুয়েকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করে শংকায় পড়ে গিয়েছিলো সেলেকাওরা। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিলো কোপা আমেরিকা ফুটবলে ৯ বারের চ্যাম্পিয়নরা।

বড় জয়ের পাশপাশি স্বস্ত্বির খবর রিয়াল মাদ্রিদে ঝড় তোলা স্ট্রাইকার ভিনিসিয়ূস জুনিয়র এই ম্যাচে জোড়া গোল করেছেন। একবার করে স্কোরশিটে নাম তুলেছেন স্যাভিও লুকাস পাকুয়েতা। ম্যাচের শেষদিকে প্যারাগুয়ের পক্ষে একটি গোল শোধ করেন ওমর আলদেরেতে।

ডি গ্রুপে থাকা ব্রাজিল দুই ম্যাচের চার পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া। প্রথম ম্যাচে তারা প্যারাগুয়েকে ২-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে আরও বড় ব্যবধানে ৩-০ গোলে পরাজিত করে।

ব্রাজিল শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে। অবশ্য কলম্বিয়া মানেই যেন ম্যাচে ব্রাজিলের নার্ভাস হওয়া আর কলম্বিয়ানদের তেতে ওঠা। ২০১৪ বিশ্বকাপ ফুটবলে কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়েই কোমরের হাড় ভেঙেছিলেন নেইমার। পরের ম্যাচে জার্মানির বিপক্ষে তাদের ৭-০ গোলের পরাজয়ের বিষয়টি এখনও বিশ্বফুটবলের অন্যতম আলোচিত ঘটনা।

বাংলাদেশ সময় ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ম্যাচের পর সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা। বিশেষ করে ভিনিসিয়ূস জুনিয়রকে নিয়ে কড়া সমালোচনা হয়েছিলো। অবশেষে গুরুত্বপূর্ণ ম্যাচেই করলেন জোড়া গোল।

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের করা গোলে ৩৫ মিনিটে ব্রাজিল লিড নেয়ার পর ৪৩ মিনিটে স্যাভিও গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের যোগ করা সময়ের ৫ম মিনিটে জোড়া গোল তুলে নেন ভিনিসিয়ূস।

দ্বিতীয়ার্ধের শুরুতে আলদেরেতে প্যারাগুয়ের পক্ষে একটি গোল শোধ করলেও ৬৫ মিনিটে পেনাল্টে থেকে পাকুয়েতার গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের ছেলেরা।

Exit mobile version