বাংলাদেশ ফুটবলে প্রতিভা খুঁজে বের করা বরাবরই বড় চ্যালেঞ্জ। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ফুটবলের প্রতি আগ্রহী তরুণেরা উঠে আসছে, কিন্তু অনেক সময় সঠিক মূল্যায়নের অভাবে সেই প্রতিভার স্রোত থেমে যায় মাঝপথে। এবার এই সমস্যা কাটাতে উদ্যোগ নিয়েছে ফিফা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি ‘ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম’-এর আওতায় বাংলাদেশে কোচদের জন্য চার দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করছে। বাফুফের সহযোগিতায় আয়োজন করা এই কর্মশালায় অংশ নিচ্ছেন দেশজুড়ে থেকে বাছাই করা ৩২ জন কোচ।
ফিফার দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকনিক্যাল কনসালটেন্ট, ভুটানের অভিজ্ঞ কোচ চকি নিমা এই প্রশিক্ষণের নেতৃত্ব দেবেন। সোমবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রতিভা শনাক্ত করার দক্ষতা ফুটবল উন্নয়নের মূল ভিত্তি। কোচরা যেন খেলোয়াড়দের মানসিক, শারীরিক ও টেকনিক্যাল দিকগুলো ভালোভাবে মূল্যায়ন করতে পারেন, সে জন্যই এই প্রশিক্ষণ।”
তার সঙ্গে উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তিনি জানান, “আমরা যেসব কোচ বয়সভিত্তিক দল, বিকেএসপি কিংবা তৃণমূল পর্যায়ে কাজ করছেন—তাদেরই অগ্রাধিকার দিয়েছি। এ ও বি লাইসেন্সধারী কোচদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃণমূলের প্রতিভা যাতে সঠিকভাবে মূল্যায়িত হয়, এটাই মূল উদ্দেশ্য।”
আগামী ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুষ্ঠিত হবে এই কর্মশালা। অতীতে বাফুফের এমন আয়োজন সাধারণত ঢাকায় হতো, তবে এবার ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে টিটু বলেন, “যশোরের একাডেমিতে সবধরনের সুবিধা রয়েছে—ফুটবলারদের আবাসন, প্রশিক্ষণ মাঠ, ও আধুনিক সুযোগ-সুবিধা। এজন্য এবার সেখানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফিফার টেকনিক্যাল ডেভেলপমেন্ট স্কিমের অধীনে গত বছর বাংলাদেশে আয়োজন করা হয়েছিল ‘একাডেমি কাপ’। এবার সেই ধারাবাহিকতায় নতুন এই কর্মশালা হচ্ছে, যার মূল প্রতিপাদ্য—‘Every Talent Gets a Chance’।
ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। তাঁর তত্ত্বাবধানেই ১২ থেকে ১৬ বছর বয়সী তরুণদের নিয়ে বিশ্বব্যাপী তৃণমূল ফুটবলে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশেও এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় সুযোগ হিসেবে দেখছে বাফুফে। টিটুর ভাষায়, “আমাদের লক্ষ্য স্পষ্ট—দেশের প্রতিটি প্রতিভা যেন তার প্রাপ্য সুযোগ পায়। হয়তো এখান থেকেই ভবিষ্যতের জাতীয় দলের তারকা উঠে আসবে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















