প্রতিশোধের ফাইনালে ইতিহাসের হাতছানি

সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে নেপালের ললিতপুরের আনফা কমপেস্নক্সে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশের যুবারা। আগামীকাল বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৬টায় শুরু হবে ফাইনালের লড়াই। শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

চলতি টুর্নামেন্টে এটি দ্বিতীয় দেখা বাংলাদেশ-নেপালের। গ্রপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর নেপালের কাছে ২-১ গোলে হেরেছে মারুফুল হকের দল। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন নোভা-আসিফরা।

এর আগেও বয়সভিত্তিক এই টুর্নামেন্টে তিনবার অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটাগরিতে ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে হারের স্বাদ পেয়েছে প্রত্যেকবার। ২০১৭ সালের নেপালের বিপক্ষে হারের পর ২০১৯ ও ২০২২-এ দুবারই ভারতের বিপক্ষে হেরেছে যুবারা। এবার তাদের হারিয়েই ফাইনালে উঠল বাংলাদেশের প্রতিনিধিরা।

Exit mobile version