২০২৬ বিশ্বকাপ ফুটবলে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে জাপান। গতকাল বাছাই পর্বে নিজেদের মাঠের খেলায় বাহরাইনকে ২-০ গোলে হারানোর মাঝ দিয়ে জাপান আগেভাগে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। সাইতামা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জাপানের হয়ে গোল করেন ডাইচি কামাদা ও তাকেফুসা কুবো।
বাহরাইনের বিপক্ষে জয়ের মাঝ দিয়ে জাপান তৃতীয় রাউন্ডে এ পর্যন্ত সাত ম্যাচ থেকে ১৯ পয়েন্ট পেয়েছে। এখনো তিনটি করে ম্যাচ বাকি তাদের। তিন ম্যাচ বাকি থাকলেও জাপান এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া থেকে অনেকটা এগিয়ে থাকায় আগেভাগে তাদের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে সৌদি আরব রয়েছে তৃতীয় স্থানে।
মূল্যবান জয় পেলেও জাপান প্রথমার্ধে কোনো গোল পায়নি। উভয় গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ক্রিস্টাল প্যালেসে খেলা কামাদা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দলকে প্রথম গোল এনে দেন। আর ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে দ্বিতীয় গোল করেন কুবো।
তৃতীয় রাউন্ডে প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুই দল সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থানের দলেরও চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে তাদেরকে অবশ্য চতুর্থ রাউন্ডের বাধা পার হতে হবে।
এশিয়া অঞ্চলের অন্যান্য খেলায় ইরান ২-০ গোলে সংযুক্ত আরব আমিরাতকে, সৌদি আরব ১-০ গোলে চীনকে, কাতার ৫-১ গোলে উত্তর কোরিয়াকে, অস্ট্রেলিয়া ৫-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। এছাড়া ইরাক ২-২ গোলে কুয়েতের সঙ্গে ড্র করেছে।