নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলকে তারা ১ রানে হারিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪২ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪১ রান করে।
বাংলাদেশের রানকে সমৃদ্ধ করার বড় অবদান শারমনি আকতারের। ওয়ান ডাউন এ ব্যাটার ৭১ রান করেন। ১০১ বলে সাত বাউন্ডারিতে এ রান করেছিলেন তিনি। ওপেনার রুবায়া হায়দার, লোয়ার অর্ডার সুমাইয়া আকতার, ফাহিমা খাতুনের অবদানও কম নয়। তারা স্কোরবোর্ডে যথাক্রমে ৩৩ ও ৩৮ রান জমা করেন। বাংলাদেশের এ সংগ্রহে শ্রীলঙ্কার ক্রিকেটারদের অবদান কম নয়। অতিরিক্ত খাত থেকে এসেছে ২১ রান। সে তুলনায় বাংলাদেশের বোলার ও ফিল্ডাররা দুর্দান্ত করেছেন। বোলাররা মাত্র পাঁচটি ওয়াইড বল করেছেন। শ্রীলঙ্কার বোলারদের করা ওয়াইড বলের সংখ্যা ছিল ১৭। ফলে অতিরিক্ত তারা প্রায় তিন ওভার বোলিং করেছে।
জবাবে শ্রীলঙ্কার মিডল অর্ডারের দুই ব্যাটার কাভিশা দিলহারা ও নিলাকশিকা সিলভা চমৎকার ব্যাটিং করেছেন। পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটি গড়েন তারা। দিলহারা ৭৭ বলে ৬৩ রান করেন। আর সিলভা ৭৮ বলে করেন ৭৫ রান। তাদের এই জুটি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল। এই জুটির পরই বাংলাদেশ কিছুটা নির্ভার হওয়ার সুযোগ পায়।
জয়ের জন্য শেষ ওভারে ৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। মারুফার করা প্রথম বলে ভিহাঙ্গা বাউন্ডারি মেরে বাংলাদেশের ওপর বড় ধরণের চাপ তৈরি করেন। কিন্তু শ্রীলঙ্কা পরের দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ তিন বলে চার রান দরকার ছিল শ্রীলঙ্কার। চতুর্থ ও পঞ্চম বলে শ্রীলঙ্কা তিন রান নেয়। ফলে শেষ বলে দুই রান দরকার ছিল শ্রীলঙ্কা। কিন্তু মারুফার বলে সুগান্দিকা কুমারি আউট হলে বাংলাদেশ ১ রানে জয় পায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















