ইনজুরির কারণে খেলার বাইরে লিওনেল মেসি। অন্যদিকে মাঠ মাতিয়ে চলেছেন আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে সি-আর সেভেনের যাদুতে উড়ছে আল-নাসর। বৃহষ্পতিবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগীজ ক্লাব রিও অ্যাভিকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর। দলের হয়ে অন্য গোলটি করেন মোহাম্মদ সিমাকান।
পর্তুগালের আল-গারভ অঞ্চলের ইস্তাদিও আল-গারভে অনুষ্ঠিত ম্যাচের উভয়ার্ধে দু’টি করে গোল পায় আল-নাসর। হ্যাটট্রিক করা রোনালদো ম্যাচের প্রথমার্ধে এক গোল পেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল আদায় করে নেন । তবে গোলের সূচনা করেছিলেন সেন্টারব্যাকে খেলা মোহাম্মদ সিমাকান।
ফরাশি এই ফুটবলার ম্যাচের ১৫তম মিনিটে আল-নাসরকে এগিয়ে নেন। তারপর একে একে রিও অ্যাভিকে গোলের মালা পরান রোনালদো। বিরতির আগে প্রথম গোল করেন তিনি। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন এই পর্তুগীজ তারকা। হ্যাটট্রিক করতে মোটেও সময় নেননি। পাঁচ মিনিট পরই হ্যাটট্রিকের সুযোগ আসে তার সামনে। পেনাল্টি থেকে সেই কাঙ্খিত গোল পেয়ে যান রোনালদো।
এ নিয়ে টানা তিন প্রস্তুতি ম্যাচে জয় পেল আল-নাসর। এর আগে অস্ট্রিয়ার ক্লাব সেন্ট জোহানকে ৫-২ গোলে হারিয়েছিলো সৌদি প্রো লিগের ক্লাবটি। দ্বিতীয় ম্যাচে ফ্রেঞ্চ ক্লাব তুলুজকে ২-১ গোলে আল-নাসর। ওই ম্যাচে রোনালদো এক গোল করেছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















