বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব বড় এক সংকটে পড়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বিরুদ্ধে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না ক্লাবটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফা থেকে প্রাপ্ত নির্দেশনার কথা নিশ্চিত করেছে। ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক আহমেদ আলী জানান, “একজন বিদেশি ফুটবলারের পারিশ্রমিক নিয়ে জটিলতার কারণে এই নিষেধাজ্ঞা এসেছে। আমরা দ্রুত বিষয়টি সমাধানে কাজ করছি যাতে আগামী মৌসুমে দল গঠনে সমস্যা না হয়।”
সূত্র অনুযায়ী, উজবেকিস্তানের এক খেলোয়াড় গত মৌসুমে ফকিরেরপুলের হয়ে খেলেছিলেন। তার পাওনা টাকা পরিশোধ না করায় ফিফার কাছে অভিযোগ করেন তিনি। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় ফিফা সরাসরি দলবদলে নিষেধাজ্ঞা দেয় ক্লাবটির ওপর। খেলোয়াড়ের পারিশ্রমিক ও সম্ভাব্য জরিমানাসহ এই অর্থের পরিমাণ ২০ লাখ টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রিমিয়ার লিগের দলবদল কার্যক্রম চলবে ১ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত। এর মধ্যেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ক্লাবটি নতুন খেলোয়াড় নিতে পারবে না। দীর্ঘদিন পর প্রিমিয়ারে ওঠা ফকিরেরপুলের জন্য এটি একটি বড় ধাক্কা।
গত মৌসুমে নিজেদের ঘরোয়া লিগের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা ফকিরেরপুল একসময় ক্যাসিনোকাণ্ডে বদনামের মুখে পড়ে। সেই বিতর্কের ছায়া কাটিয়ে আবার প্রিমিয়ারে ফিরলেও, এবার নতুন চ্যালেঞ্জ—ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা। এই পরিস্থিতি থেকে বের হতে না পারলে মৌসুম শুরুর আগেই দলটি বড় বিপদে পড়তে পারে।
