রেফারির খেলা শেষের বাঁশি বাজতেই আবাহনী সমর্থকদের বাঁধভাঙ্গা উল্লাস। কোনো ট্রফি জয়ের জন্য নয়, বসুন্ধরা কিংসকে হারোনার আনন্দ করেছে আবাহনী সমর্থকরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে বসুন্ধরা কিংসকে হারায় আবাহনী। যে কোনো পর্যায়ের খেলায় বসুন্ধরার বিপক্ষে এটা আবাহনীর প্রথম জয়।
বসুন্ধরা-আবাহনী ম্যাচ মানেই আবাহনীর হতাশা। একটা, দুটো বা পাঁচ ম্যাচে নয়, টানা দশ ম্যাচে হতাশ হতে হয়েছে আবাহনীকে। অবশেষে একাদশতম লড়াইয়ে এসে আবাহনী জয়ের দেখা পেয়েছে। আগের দশ ম্যাচে আট জয় বসুন্ধরার, দুই ম্যাচ ড্র।
শুক্রবার কুমিল্লা স্টেডিয়ামের খেলায় বসুন্ধরা কিংস দলে কোনো বিদেশি খেলোয়াড় ছিল না। আর এটাই আবাহনীকে বাড়তি সুবিধা এনে দেয়। ম্যাচের ৮৮ মিনিটে একমাত্র গোলটি করেন সুমন রেজা।
এ নিয়ে প্রিমিয়ার লিগে চার ম্যাচের দুটিতে হারলো পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই কুমিল্লাতে তারা ১০ জনের মোহামেডানের কাছে হেরেছিল। ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে বসুন্ধরা বর্তমানে চার নম্বরে নেমে এসেছে।
আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরেছিল আবাহনী। ফলে ঘুরে দাঁড়ানোর জন্য প্রিমিয়ার লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীর জন্য ছয়টা জরুরি হয়ে পড়েছিল। বিদেশি না থাকায় এ ম্যাচে আবাহনীকে কেউ ফেভারিট বিবেচনা করেনি। তবে অভিজ্ঞ কোচ মারুফুল হক সব সমীকরণ বদলে দিয়ে বসুন্ধরাকে হারের তিক্ত স্মৃতি নিতে বাধ্য করেন।