প্রিমিয়ার লিগে ফিরছে বার্নলি

প্রিমিয়ার লিগে ওঠার আনন্দে বার্নলি ক্লাবের খেলোয়াড়রা

আবার প্রিমিয়ার লিগে ফিরে আসছে বার্নলি। গতকাল শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারানোর মাঝ দিয়ে বার্নলি প্রিমিয়ার লিগে ফেরার টিকিট পেয়েছে। তাদের এ জয়ের সঙ্গে লিডস ইউনাইটেডেরও প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত হয়েছে।

শেফিল্ড ইউনাইটেডকে হারানোর মাঝ দিয়ে বার্নলি পেয়েছে তাদের ২৬তম জয়। ৪৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৯৪। সমান পয়েন্ট লিডস ইউনাইটেডের। তবে গোল পার্থক্যে লিডস ইউনাইটেড শীর্ষে রয়েছে।

লিডস ইউনাইটেড ৬-০ গোলে স্টোক সিটিকে হারিয়ে শীর্ষ উঠে এসেছিল। দুই ম্যাচ হাতে রেখে লিডসের প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করতে বার্নলির ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল। আগেভাগে তাদের প্রিমিয়ার লিগে যেতে বার্নলির জয় প্রয়োজন ছিল। বার্নলি জয় পাওয়ায় আগেভাগে লিডসের টিকিট নিশ্চিত হয়েছে। তিন বছর প্রিমিয়ার লিগে খেলার পর ২০২৩ সালে লিডস দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল।

বার্নলি-শেফিল্ড ইউনাইটেড ম্যাচে তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। বার্নলির হয়ে জোড়া গোল করেন জন ব্রাউনহিল। ২৮ মিনিটে গোল করার পর ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। এর মাঝে ৩৭ মিনিটে থমাস ক্যানন সমতা এনেছিলেন।

Exit mobile version