মাঠে ছন্দহীনতা, চোট আর বিতর্ক—সব মিলিয়ে এক ভিন্ন সময় পার করছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এবার ব্যক্তিগত জীবনেও এল বিপর্যয়। প্রেমিকা নিকি নিকোলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার।
স্পেনের গণমাধ্যম সূত্রে জানা গেছে, আর্জেন্টাইন গায়িকা নিকির সঙ্গে তিন মাসের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন ইয়ামাল। ‘আরটিভিই কাতালুনিয়া’-এর সাংবাদিক জাভিয়ের দে হোয়োসকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি এল ক্লাসিকোর পর ইতালির মিলানে এক পার্টিতে অংশ নিতে দেখা যায় ইয়ামালকে। সেখানে ছিলেন ইতালীয় সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার আনা জেগনোসো। এরপরই গুঞ্জন ওঠে—নতুন প্রেমের কারণেই নিকির সঙ্গে বিচ্ছেদ ঘটেছে ইয়ামালের।
তবে ইয়ামাল নিজের বিবৃতিতে এমন ধারণা নাকচ করে দিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বার্সা তারকা বলেন,
“আমরা (আমি ও নিকি) এখন আর একসঙ্গে নেই। এটি কোনো অবৈধ সম্পর্কের কারণে হয়নি। আমরা কেবল আলাদা হয়ে গেছি—বিষয়টি এখানেই শেষ। বাইরে যা শোনা যাচ্ছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি বা কারও সঙ্গে কিছু করছি না।”
সম্প্রতি মাঠেও খুব একটা ছন্দে নেই ইয়ামাল। ইনজুরিতে ভুগছেন দীর্ঘদিন ধরে। স্পোর্তে জানিয়েছে, পিউবালজিয়া নামের চোটে আক্রান্ত ইয়ামাল হয়তো শতভাগ ফিটনেস ফিরে পাবেন না। ফলে তরুণ প্রতিভার এই কঠিন সময় আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















