ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে প্লে অফের ফাইনালে সান্ডারল্যান্ডকে পেল হামজা চৌধুরীরা। মঙ্গলবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠে কভেন্ট্রির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সান্ডারল্যান্ড। প্রথম লেগের খেলায় ২-১ গোলে জয় পাওয়ায় ৩-২ গোল গড়ের জয় নিয়ে প্লে অফের ফাইনালে পৌঁছেছে সান্ডারল্যান্ড। আগের দিন হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড ব্রিস্টল সিটিকে হারিয়ে ফাইনালে পৌঁছায়।
আগামী ২৪ মে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। এ ম্যাচের জয়ী দল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি মৌসুমে তিনটি করে দল প্রথম বিভাগ অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায়। পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল লিডস ইউনাইটেড ও বার্নলি সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে। তৃতীয় স্থানের জন্য চ্যাম্পিয়নশিপের প্লে অফে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। সে লড়াইয়ে বাংলাদেশের হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের সামনে কঠিন প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছে সান্ডারল্যান্ড।
ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেড ৪৬ ম্যাচে ৯০ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সান্ডারল্যান্ড হয় চতুর্থ। লিগ চ্যাম্পিয়নশিপে উভয় দল মুখোমুখি লড়াইয়ে নিজ নিজ মাঠের খেলায় জয় পায়। নিজের মাঠের খেলায় শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলে জয় পেয়েছিল। আর সান্ডারল্যান্ড নিজেদের মাঠের খেলায় জয় পেয়েছিল ২-১ গোলে।
প্লে অফের ফাইনালে দুর্দান্ত এক ম্যাচের অপেক্ষায় ফুটবল সমর্থকরা। শেফিল্ড ইউনাইটেডের সামনে এক মৌসুম বাদে আবার প্রিমিয়ার লিগে ফেরার হাতছানি। আর সান্ডারল্যান্ড সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেছিল ২০১৭ সালে।
