উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ গ্রুপ পর্বের ম্যাচে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা উড়িয়ে দিয়েছে ব্রেস্টকে। ৩-০ গোলে জয়ে জোড়া গোল করেছেন রদ্রিগো। অন্য গোলটি ছিল জুডে বেলিংহামের। এ জয়ের সুবাদে প্লে অফের বাছাই তালিকায় স্থান করে নিয়েছে। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫।
রদ্রিগো উভয়ার্ধে একটি করে গোল করেন। ২৭ ও ৭৮ মিনিটে গোল পান তিনি। বেলিংহাম গোল করেন ৫৬ মিনিটে। টানা পাঁচ ম্যাচে গোল করার পর এ ম্যাচে গোলের দেখা পাননি কিলিয়ান এমবাপ্পে। তবে স্কোরশিটে নাম লেখানোর একাধিক সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথমার্ধের শুরুতে তার দুটো শট বারের ওপর দিয়ে চলে যায়। এছাড়া প্রতিপক্ষ গোলরক্ষক একাধিকবার তাকে গোল থেকে বঞ্চিত করেন।
হার সত্ত্বেও ব্রেস্ট টিকে আছে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিতায়। তবে তারা অবাছাই দল হিসেবে নক আউট পর্বে অংশ নেবে।
এবার নক আউট পর্বে পৌঁছানোর মাঝ দিয়ে রিয়াল মাদ্রিদ টানা ২৮বার নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। ১১তম স্থানে থেকে তারা গ্রুপ পর্ব শেষ করেছে। নক আউট পর্বের প্লে অফে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, তবে ম্যানচেস্টার সিটি বা সেল্টিক তাদের প্রতিপক্ষ হতে পারে। অন্যদিকে ব্রেস্টের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে বেনফিকা বা প্যারিস সেন্ত জার্মেইকে।