বাংলায় একটি উক্তি আছে! যার শেষ ভালো তার সব ভালো। তেমনটি হয়েছে বিপিএলের এবারের আসরে! টুর্নামেন্টের শুরু থেকে টানা আট ম্যাচ জিতেও সেরা দুইয়ে নেই রংপুর রাইডার্স। অন্যদিকে শুরুটা ভালো না হলেও শেষ দিকে দারুণ ছন্দে ফিরে বিপিএলের শীর্ষে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
আর দীর্ঘ দিন পর বিপিএলে ফিরেই চমক দিয়ে দুইয়ে মিঠুনের চিটাগং কিংস। এবারের বিপিএলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা এই দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনাল নিশ্চিতের কোয়ালিফাইয়ারে। হাইভোল্টেজ এ ম্যাচে যারা জিততে তারা সবার আগে চলে যাবে ফাইনালে।
অবশ্য হারলেও সুযোগ থাকবে। সে ক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফাইনালে জিততে হবে! আসরে ১২ ম্যাচের মধ্যে নয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বরিশাল। আর সমান ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চিটাগং কিংস।
ফলে দুই দলের লক্ষ্য প্রথম কোয়ালিফাইনালে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করা। আসরে গ্রুপ পর্বে দুই দলের প্রথম দেখায় চিটাগং কিংসের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় ফরচুনরা। চট্টগ্রাম পর্বে সে ম্যাচে চিটাগং কিংস প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২১ রান তোলে।
জবাবে ১৬.৫ ওভারে ৪ উইকেটে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়নরা। তবে প্রথম দেখায় হারলেও বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিরপুরে বরিশালকে বড় ব্যবধানে হারিয়ে চকম দেয় কিংসরা। এদিন মিরপুরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে কিংস।
জবাবে তামিমের বরিশাল ৭ উইকেটে ১৮২ রানে থামে। তবে ফাইনাল নিশ্চিতের ম্যাচে বরিশালের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে পারে জাতীয় দলের এক ঝাক তারকা ক্রিকেটার। তামিম ইকবাল ও তাওহিত হৃদয়দের সঙ্গে ব্যাটিংয়ে ঝড় তুলবেন ডেভিড মালান।
সেই সাথে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীরা ম্যাচের ফলাফল বদলে দিতে পারেন।