বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দেশের ফুটবলে গত মৌসুম পর্যন্ত অজেয় বসুন্ধরা চলতি মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে হেরেছে দু’টিতে। মোহামেডানের কাছে কুমিল্লায় গত সপ্তাহে প্রিমিয়ার লিগে হারের পর এবার ফেডারেশন কাপে নিজেদের মাঠেই ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছে।
দিনের অন্য ম্যাচে ওয়ান্ডারার্সকে ৮-০ গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে কমলা জার্সিধারীদের পক্ষে হ্যাটট্রিক করেন গাম্বিয়ার ফরোয়ার্ড মুস্তাফা দ্রামেহ ও দেশীয় রিক্রুট সাজ্জাদ হোসেন।
বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় পেয়েছে মাত্র ১-০ গোলে। কিংস অ্যারেনায় ম্যাচের ৭০ মিনিটে জুমায়েভ ও ৭৭ মিনিটে আবদুল্লাহ গোল করে ফর্টিসকে স্মরণীয় এক জয় এনে দেন। শুধু তাই নয় পেশাদার ফুটবলে আবির্ভাবের পর ফর্টিস প্রথমবারের মতো বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় পেলো।
ম্যাচের শুরুতে বর্তমান চ্যাম্পিয়নরা ফর্টিসের ওপর চাপ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি। ম্যাচের সময় যতই গড়িয়েছে নিজেদের গুছিয়ে নেয় ফর্টিস।
দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ করে বার বারই বসুন্ধরা কিংসের রক্ষণের ওপর চাপ তৈরি করে ফর্টিসের খেলোয়াড়রা। ম্যাচের ৭০ মিনিটে ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভ্যালেরি রিশিনের কর্নার থেকে বক্সে লাফিয়ে হেড করে গোল করেন উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ। ৭৭ মিনিটে পিয়াস নোভার পাস থেকে বল পেয়ে গোলরক্ষক আনিসুর রহমানকে ফাঁকি দেয় বল জালে প্রবেশ করান আবদুল্লাহ।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে গোল রীতিমতো উড়িয়ে দিয়েছে গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের ৮ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নেন কাওসার আলী রাব্বি। ২৪ মিনিটে বিজয়ী দলের দ্বিতীয় গোলটি করেন মুস্তাফা। ম্যাচের ২৮ ও ৪৮ মিনিটে জোড়া গোল করে দলকে ৪-০তে এগিয়ে নেন সাজ্জাদ।
৬৫ ও ৭০ দ্বিতীয় ও তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মুস্তাফা। ৮১ মিনিটে ব্রাদার্সের হয়ে সপ্তম গোল করে ম্যাচে দ্বিতীয় গোল করেন সাজ্জাদ।
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওয়ান্ডারার্সের জালে শেষ পেরেক ঠুকেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে।