ফাইনালের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুব ফুটবলাররা। ফাইনালে নেপালকে হারাতে পারলেই প্রথমবারের মতো শিরোপা জিতবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে হাইভোল্টেজ ফাইনালের আগে দুঃসংবাদ পেয়েছে মারুফুল হকের শিষ্যরা।

টাইব্রেকারে দুর্দান্ত জয় পেলেও ম্যাচের ৬৯তম মিনিটে চোখে চোট পান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। মূলত তাঁর এই চোটটাই বেশ দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে।

দলের ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম জানিয়েছেন, ‘শ্রাবণ চোখে আঘাত পেয়েছে। এখানকার চিকিৎসকদের মতে, তার সার্জারির প্রয়োজন হবে। যার ফলে আমরা তাকে দ্রুতই দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন স্বাভাবিক রয়েছে, এখন টিকিটের জন্য অপেক্ষা করছি। টিকিট পেলে দ্রুতই সে রওনা দেবে। ‘

এবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর চোখে সার্জারি করানো হবে। তাই সেমিফাইনালের মতো ফাইনালেও শ্রাবণকে পাচ্ছে না বাংলাদেশ। তাঁর বদলে গোল পোস্ট সামলানোর দায়িত্ব নিবেন সেমিফাইনালে বাজিমাত করা মোহাম্মদ আসিফ।

Exit mobile version