ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো

অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ

অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের শেষ ধাপে পৌঁছে গেছে আর্জেন্টিনা। বুধবার রাতে চিলিতে চলমান টুর্নামেন্টের সেমিফাইনালে কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। অন্য সেমিফাইনালে তারা ফ্রান্সকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায়।

আর একটা মাত্র ম্যাচে জয়। তাহলে মরক্কো প্রথমবারের মতো অনুর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের শিরোপার দেখা পাবে। দলটি এবারই প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। এর আগে তাদের সেরা সাফল্য ছিল সেমিফাইনাল। ২০০৫ সালের আসরে তারা সেমিফাইনালে খেললেও ফাইনালে যেতে পারেনি। স্থান নির্ধারনী খেলায় ব্রাজিলের কাছে হেরে চতুর্থ হয়েছিল। এটাই তাদের সেরা সাফল্য।

অন্যদিকে টুর্নামেন্টের সেরা সফল দল আর্জেন্টিনা সাফল্যের স্বাদ নিতে ভুল গিয়েছিল। সর্বাধিক ছয় বারের চ্যাম্পিয়ন দলটি সর্বশেষ ২০০৭ সালে শিরোপা জয় করেছিল। তারপর থেকে তারা যেন শিরোপার জয়ের পথটা হারিয়ে ফেলেছিল। পরের আট আসরে তারা সেমিফাইনালেই উঠতে পারেনি। এমনকি ২০২৩ সালে আয়োজক হয়েও তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল।

এবার অবশ্য আর্জেন্টিনা চমক জাগিয়ে এগিয়ে চলেছে। সেমিফাইনালে ম্যাচের একমাত্র গোলটি করেন সিলভেত্তি। ৭২ মিনিটে গোলটি করেন তিনি।

অন্যদিকে মরক্কো-ফ্রান্স ম্যাচে নায়ক ছিলেন মরক্কোর তৃতীয় গোলরক্ষক আবদেল হাকিম। টাইব্রেকারে শেষ শট রুখে দিয়ে তিনি দলকে ফাইনালে তুলে দেন।

Exit mobile version