ফাইনালে ওঠার মিশনে মুখোমুখি ইংল্যান্ড-নেদারল্যান্ডস

ফ্রান্সের হৃদয় ভেঙে সবার আগে ইউরোর ফাইনালে উঠেছে স্পেন। ফাইনাল নিশ্চিত করতে আরো একটি কঠিন ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। হাইভোল্টেজ এই ম্যাচে শক্তিমত্তায় কেউই পিছিয়ে নেই। তাই বাঁচামরার এই ম্যাচে লড়াই হবে সমানে সমানে।

ইউরোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় সেমিফাইনালে রাতে মাঠে নামছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ডর্টমুন্ডে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি। হাইভোল্টেজ ম্যাচে দুই দলই জিততে মরিয়া হয়ে খেলবে। কারণ ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপের পর আর কোন বড় শিরোপা পাওয়া হয়নি ইংল্যান্ডের। অন্যদিকে ১৯৮৮ সালে ইউরো শিরোপা পাওয়া নেদারল্যান্ডস ৩৬ বছর ধরে শিরোপা খরায় ভুগছে। ফলে মর্যাদার লড়াইয়ে কেউ এক বিন্দুও ছাড় দিতে চাইবে না।

এই ম্যাচে জয়ী দল আগামী ১৪ জুলাই বার্লিনে স্পেনের বিপক্ষে এবারের আসরের ফাইনাল খেলবে।

Exit mobile version