এই নিয়ে টানা দুইটি ইউরোর ফাইনালে জায়গা করে নিলো ইংল্যান্ড। তবে থ্রি লায়নদের এমন অর্জনকে অনেক বড় সাফল্য বলছেন না দলটির কোচ গ্যারেথ সাউথগেট। কারণ বিশ্বকাপ ও ইউরোসহ শেষ ৪টি বড় টুর্নামেন্টে দলকে নকআউটে নিয়ে গেলেও এখনো কোনো ট্রফি জেতাতে পারেননি তিনি। হয়তো একারণেই ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-এর সাথে একটি সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস চেপে রেখে কথা বলেন ইংল্যান্ডের এই কোচ।
নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে এসে নিজেদের প্রমাণ করেছে ইংল্যান্ড দল। তবে নকআউট নিশ্চিত করার পরেও ইংলিশ সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন সাউথগেট। সাথে কথা শুনতে হয়েছে ইংল্যান্ডের ফুটবলারদেরও। তাই কিনা এক প্রশ্নের উত্তরে সাউথগেট বলেন, ‘আমাদের ফাইনালে যাওয়াটা বিশাল কিছু নয়। এটা সাধারণ ব্যাপার।’
তিনি আরো বলেন, ‘আমরা এখন টিম হিসেবে আলাদা শক্তির জায়গায় আছি। আমাদের হাতে একটি ম্যাচ আছে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। আমার মনে হয় ফাইনালে যাওয়াটা আমাদের জন্য বড় কোনো ব্যাপার নয়, ট্রফি জয়টাই গুরুত্বপূর্ণ।’