এবারের কোপা আমেরিকায় খেলেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা দি মারিয়া। অর্থাৎ কোপার ফাইনালের মধ্য দিয়ে আর্জেন্টিনা হারাচ্ছে এক নক্ষত্রকে। আজ নিউ জার্সিতে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ১৫ জুলাই হতে যাওয়া ফাইনাল ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে ৩৬ বছর বয়সী দি মারিয়ার শেষ ম্যাচ।
আজ দি মারিয়া ৭৮ মিনিটে মাঠ ছাড়ার সময় দর্শকদের একটি অংশ উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান দেখিয়েছেন। আর্জেন্টিনার জার্সির প্রতি টান এবং তাঁর প্রতি সতীর্থদের ভালোবাসাটুকু জানাতে গিয়ে চোখ ভিজে এসেছে আর্জেন্টিনার ইতিহাসেরই অন্যতম সেরা এই খেলোয়াড়ের। তিনি বলেন, ‘১৪ জুলাই (বাংলাদেশ সময় অনুযায়ী ১৫ জুলাই ফাইনাল) যা–ই ঘটুক, আশা করি, মাথা উঁচু রেখে বিদায় নিতে পারব। মাথা উঁচু রেখে বিদায় নিতে যা যা করা সম্ভব, সবই করেছি। নিজেকে নিংড়ে দিয়েছি। এই জার্সির জন্য নিংড়ে দিতে কোনো কিছু বাকি রাখিনি। হ্যাঁ, সময় কখনো কখনো আমার পক্ষে ছিল না। তবে শেষ দিকে এসে এটা শুরু হয়েছে।’
দি মারিয়া আরও বলেন,‘ জাতীয় দলে যারা আমাকে সমর্থন দিয়েছে, সবার প্রতি আমি কৃতজ্ঞ। কানাডা বিপক্ষে ম্যাচে। মাঠে নামার আগে লিও (মেসি) বলেছে, আমার জন্য ফাইনালে উঠতে চায়। মেসির এই কথায়, হৃদয়টা গর্বে ভরে গেছে। নিজের অবসর নিয়ে বলেন,‘ অবসরের পরিকল্পনা থেকে সরে আসার ইচ্ছা নেই ‘।