ইউরো অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করে করেছে নেদারল্যান্ডস। শনিবার অ্যাওয়েতে ম্যাচে স্বাগতিক ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় ডাচরা। গোল করেন মেম্ফিস দেপে ও ডেনজেল ডামফ্রাইস।
নেদারল্যান্ডস দুটো গোলই পায় প্রথমার্ধে। যার প্রথমটি হয় ষষ্ঠ মিনিটে। এ গোলের জন্য ফিনল্যান্ডের দুর্ভাগ্যকে দায়ী করা যায়। ফিনল্যান্ডের রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে ষষ্ঠ মিনিটে মেম্ফিস দলকে এগিয়ে নেন। এটা ছিল জাতীয় দলের হয়ে মেম্ফিসের ৪৮তম গোল।
এই গোলের মধ্য দিয়ে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ গোলদাতা রবিন ফন পার্সির আরও কাছে চলে আসলেন মেম্ফিস। পার্সির পাশে আসতে তার আর মাত্র দুই গোলের প্রয়োজন। এদিকে মেম্ফিসের গোলের উৎসব শেষ হতে না হতেই স্কোরশিটে নাম লেখান ডামফ্রাইস। ম্যাচের বয়স তখন ২৩ মিনিট।
এ জয়ের ফলে ‘জি’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস তৃতীয় স্থানে রয়েছে। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে নেতৃত্বে পোল্যান্ড। আর তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড।
নেদারল্যান্ডসের জন্য এটা দারুণ এক জয়। কেননা ২০১২ সালের পর এবারই প্রথম তারা বাছাই পর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















