বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলের সফলতম ক্লাব বসুন্ধরা কিংস এবার মাঠের বাইরের এক কঠিন চ্যালেঞ্জের মুখে। চুক্তিকৃত অর্থ না পাওয়ায় ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌন ফিফায় অভিযোগ জানিয়েছেন। গত মৌসুমের মার্চ থেকে মে মাস পর্যন্ত বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা না পেয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।
বর্তমানে ওমানে অবস্থানরত খলিল বলেন, “গত পরশু ফিফায় অভিযোগ করেছি। তারা অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এমন চিঠিও দিয়েছে।”
তিনি আরও জানান, “বসুন্ধরা কিংসের কাছে মার্চ-মে মাসের বেতন, ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপের বোনাস এবং বেতন বিলম্বের জরিমানা প্রাপ্য। তিতেরও একই অবস্থা। ক্লাব ছেড়ে যাওয়ার সময় ম্যানেজার ওয়াসিম বলেছিলেন অর্থ দ্রুত দেওয়া হবে, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে ফিফায় অভিযোগ করেছি।”
২০১৮ সালে লিগে অভিষেকের পর থেকেই দাপটের সঙ্গে পাঁচবার চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। এএফসি কাপেও সক্রিয়ভাবে অংশ নেওয়া ক্লাবটি এবার আর্থিক সংকটে পড়েছে বলে জানা গেছে। ৫ আগস্ট থেকে ক্লাবটি কিছুটা চাপে রয়েছে, জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ক্লাব ম্যানেজার ওয়াসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ফিফা সাধারণত খেলোয়াড়-কোচের অভিযোগ পেলে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ক্লাবকে পরিশোধের নির্দেশ দেয়। সময়মতো নিষ্পত্তি না হলে ক্লাবের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা বা জরিমানার মতো কঠোর শাস্তি আরোপ করে। এখন দেখা যাক, কিংস কীভাবে এই পরিস্থিতির সমাধান করে।
