ফিফা বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো

পুরষ্কারের জন্য মনোনয়ন পাননি দুই মহাতারকা

ফিফা বর্ষসেরা একাদশে মনোনয়ন পেয়েছেন মেসি-রোনালদো

এ বছর ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য শুক্রবার ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার। মর্যাদাপূর্ণ এই পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে একাধারে নারী ও পুরুষ ফুটবলে সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলরক্ষক ক্যাটাগোরিতে ভোটাভুটি হবে ২৮ নভেম্বর পর্যন্ত। এছাড়া সেরা সমর্থক পুরষ্কারের মনোনয়নও ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগোরিতে মনোনিতদের তালিকা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। তবে দুই সুপারস্টার লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো নেই পুরষ্কারের জন্য মনোনিতদের তালিকায়। কিন্তু তারা আছেন ফিফা বর্ষসেরা একাদশের ফরোয়ার্ড বিভাগে।

ফিফা দ্য বেস্ট পুরষ্কারে ভোট দেওয়া যাবে ২৮ নভেম্বর পর্যন্ত

এ বছর ফিফার সবচেয়ে বড় আয়োজন ছিল ক্লাব বিশ্বকাপ। সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ৭ মহাদেশীয় ৩২টি শীর্ষ ক্লাব অংশ নেয় এই আসরে। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত এই আসরের খেলাগুলো মাঠে উপস্থিত থেকে উপভোগ করেছেন ২৫ লাখ মানুষ। আর টিভি কিংবা সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে বিশ্বের কয়েক বিলিয়ন মানুষ নজর রেখেছিলেন এই ক্লাব বিশ্বকাপে। এছাড়া বছরজুড়ে নানা ফুটবল প্রতিযোগিতা হয়েছে। এবার সেরাদের পুরষ্কৃত করার পালা।

সেজন্য ফিফার করা তালিকায় এবারই প্রথম  আর্জেন্টাইন সুপারস্টার মেসি ও পর্তুগীজ মহাতারকা রোনালদোর মধ্যে কারও জায়গা হয়নি। অবশ্য তারা ফিফা বর্ষসেরা একাদশে মনোনয়ন পেয়েছেন। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে এ বছর ২ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফর্ম্যান্স বিবেচিত হবে চূড়ান্ত একাদশে জায়গা পেতে। ছেলেদের ফুটবলের প্রত্যেক পজিশনের সেরা বাছাই করতে ৮৮ জনকে মনোনয়ন দিয়েছে ফিফা। মনোনয়ন পেয়েছেন ২২ জন করে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড।

এবার ‘ফিফা বেস্ট’ নামে পরিচিত এই পুরষ্কার অনুষ্ঠানের ১০ম আয়োজন হতে যাচ্ছে। নারী ফুটবল বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেল ১১ নারী ফুটবলারকে সেরা খেলোয়াড় ক্যাটাগোরিতে এবং ৫ জন করে সেরা কোচ ও সেরা গোলরক্ষক ক্যাটাগোরিতে সংক্ষিপ্ত তালিকাভূক্ত করেছেন।

ফিফা দ্য বেস্ট পুরষ্কারে মনোনিতরা

অন্যদিকে পুরুষ ফুটবল বোদ্ধাদের নিয়ে গঠিত প্যানেল পুরষ্কারের সংক্ষিপ্ত তালিকায় রেখেছে এ তিন ক্যাটাগোরিতে একই পরিমাণ খেলোয়াড়কে। এই পুরষ্কারসমূহ দেওয়ার বাইরেও ফিফা নারীদের সেরা একাদশ ও পুরুষদের সেরা একাদশ গঠন করবে। এর বাইরে ভক্ত-সমর্থকদের পছন্দ অনুসারে ‘ফিফা ফ্যান অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।  

ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের নারী ও ফুটবল কোচ ও অধিনায়করা প্রতি ক্যাটাগোরিতে নিজেদের পছন্দমাফিক ৩ জন করে খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। সেই ভোটের ক্রম ১ম, ২য় ও ৩য় অনুসারে সাজানো যাবে। এর বাইরে ভোট দিতে পারবেন সেই সব সাংবাদিকরা, যারা পুরুষ ও নারীদের ফিফা আয়োজিত আসর কাভার করেছেন। আর ফিফা ডট কম সাইটে যেসব ভক্ত-সমর্থক রেজিস্ট্রেশন করেছেন তারাও এই ভোট দিতে পারবেন। এই ৪ ধরণের ভোটারদের ভোট সমপর্যায়ের বলেই বিবেচিত হবে।

ফিফা দ্য বেস্ট মনোনয়নঃ

পুরুষ ফুটবলারঃ

উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পামার, পেদ্রি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, ভিতিনহা ও লামিনে ইয়ামাল। 

নারী ফুটবলারঃ

স্যান্ডি বাল্টিমোর, নাথালি বিয়র্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা ক্যালদেন্তি, টেমওয়া চাওয়িঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলসি দুমরনে, পাত্রি গুইজারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লো কেলি, ইওয়া পাজর, ক্লদিও পিনা, অ্যালেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুসো ও লিয়াহ উইলিয়ামসন।

বর্ষসেরা গোলরক্ষক মনোনয়ন

পুরুষ গোলরক্ষকঃ অ্যালিসন বেকার, থিবো কুর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার, ভয়চেক সিজনি

নারী গোলরক্ষকঃ অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি, ফ্যালন তুলিস-জয়েস।

বর্ষসেরা কোচ মনোনয়ন

পুরুষ কোচঃ সোনিয়া বোমপ্যাস্টর (চেলসি), জোনাতান জিরালডেজ, সেব হাইন্স, রেনি স্লেজার্স, স্যারিনা উইগম্যান।

নারী কোচঃ হ্যাভিয়ের অ্যাগুইয়ের, মাইকেল আরটেটা, লুইস এনরিকে, হ্যানসি ফ্লিক, এনজো মারেস্কা, রবার্তো মার্টিনেজ, আরনি স্লট।

ফ্যান অ্যাওয়ার্ড মনোনয়নঃ

আলেজান্দ্রো সিগানোত্তো (আর্জেন্টিনা), মানোলো এলে ডেল বোম্বো (স্পেন) ও জাখো ফ্যানস (ইরাক)।

Exit mobile version