সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রায় সবকয়টি সদস্য দেশ মাঠের লড়াইয়ে মেতেছে। যার ভিত্তিতে আজ প্রকাশিত হয়েছে নতুন র্যাংকিং। যেখানে অপরিবর্তিত অবস্থায় আছে শীর্ষ ১৫ দল।
তবে দুই ম্যাচ খেলা আর্জেন্টিনা ও ব্রাজিল একটি করে ম্যাচ হেরে পয়েন্ট হারিয়েছে। আর ভুটানের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করে র্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ।
তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে রয়েছে এক নম্বরে। গত জুলাই মাসে প্রকাশিত আগের র্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ছিল ১৯০১.৪৮। আর ১৩.৫৯ পয়েন্ট খুইয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
ফিফা র্যাঙ্কিংয়ের সেরা দশে যথারীতি নিজেদের অবস্থান ধরে রেখেছে যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া ও ইতালি। ১১ থেকে ১৫ নম্বরে একে একে অবস্থান করছে দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে, ক্রোয়েশিয়া, চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি, মরক্কো ও সুইজারল্যান্ড।