ভারতীয় ফুটবল যেন দুঃসময় পার করছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ছয় ম্যাচে একমাত্র জয় এবং এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে পরপর দুই ম্যাচে ব্যর্থতার ধাক্কা এসে পড়েছে ফিফা র্যাংকিংয়ে। সর্বশেষ প্রকাশিত তালিকায় ভারতের অবস্থান নেমে এসেছে ১৩৩ নম্বরে-যা বিগত নয় বছরের মধ্যে সবচেয়ে নিচের ধাপ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এই অবনমনের জন্য ফিফার র্যাংকিং প্রক্রিয়াকেই দায়ী করছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে। তার ব্যাখ্যা, ‘এলো’ মডেল ভিত্তিক এই হিসাব কেবল সাম্প্রতিক ফলাফল নয়, অতীত রেকর্ড ও প্রতিপক্ষের শক্তি—সবকিছুই বিবেচনায় নেয়।
কল্যাণ বলেন,
“র্যাংকিংয়ে পয়েন্ট ওঠানামা নির্ভর করছে কাদের বিরুদ্ধে খেলা হচ্ছে, তারা কোথায় অবস্থান করছে, আর অতীতে কী ফল হয়েছে তার ওপর। আমি দায়িত্ব নেওয়ার সময় ভারত ছিল ৯৯ নম্বরে, এখন দুই বছরে নেমে গেছি ১৩৩-তে।”
তার দায়িত্বকালে ভারত অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো শক্তিশালী দলের মুখোমুখি হয়ে হেরেছে। নিয়ম অনুযায়ী এমন ম্যাচে জিতলে বা ড্র করলে অনেক পয়েন্ট বাড়ে, কিন্তু হারলে কমে যায় ব্যাপকভাবে—এখানেই ধাক্কা খেয়েছে দলটি।
ঐতিহাসিক দিকও টেনে এনেছেন এআইএফএফ সভাপতি বলেন,
“১৯৯২ সালের ডিসেম্বরে প্রথম ফিফা র্যাংকিংয়ে আমাদের অবস্থান ছিল ১৪৩। ১৯৯৬ সালে উঠে গিয়েছিলাম ৯৪-এ, কিন্তু ২০১৫ সালে নেমেছিলাম ১৭৩-তে। আবার তিন বছরের মধ্যে ৯৭-এ ফিরেছিলাম। ওঠানামা আমাদের ইতিহাসে আছে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















