ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসি খেলবেন, এমনটা আগেরদিনই নিশ্চিত করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তবে ম্যাচের দিন তাঁকে মূল একাদশের বাইরে রেখে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠে দুই দলই। তবে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেই গোল করেন ডি মারিয়া। আর্জেন্টিনার এই অভিজ্ঞ খেলোয়াড়ের একমাত্র গোলেই প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামান স্কালোনি। দলের ব্যবধান বাড়ানোর চেষ্টাও করেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে ইকুয়েডরের রক্ষণ ভাঙতে পারেননি তিনি। এর ফলে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই কোপা আমেরিকার প্রস্তুতি সারলো বর্তমান চ্যাম্পিয়নরা।
কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনা নিজেদের পরের ম্যাচ খেলবে আগামী ১৫ জুন, গুয়েতেমালার বিপক্ষে। তাঁদের কোপা অভিযানের প্রথম প্রতিপক্ষ কানাডা। ২১ জুন শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলেস্তারা।