বিশ্ব ক্লাব কাপের মিশন শেষ করে ঘরোয়া লিগে আবার মাঠে নেমেছেন লিওনেল মেসি। মেজর সকার লিগে সিএফ মন্ট্রিলের বিপক্ষে অ্যায়ওয়ে ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে তারা। জোড়া গোল করেছেন মেসি। তাদেও অ্যালেন্দে ও টেলাসকো সেগোভিয়া করেন অন্য দুই গোল।
এ জয়ের ফলে ১৬ ম্যাচ শেষে ইন্টার মায়ামির পয়েন্ট ২৯। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। বিশ্ব ক্লাব কাপে অংশ নেওয়ার জন্য বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি মায়ামি। অন্যদের তুলনায় চারটি ম্যাচ কম খেলেছে মায়ামি। ২০ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন ।
বড় জয়ে ইন্টার মায়ামি মাঠ ছাড়লেও তাদের শুরুটা ছিল ভয়ানক ভয় ছড়ানো। ম্যাচের দ্বিতীয় মিনিটে তারা পিছিয়ে পড়েছিল। প্রিন্স ওনসু দ্বিতীয় মিনিটে গোল করে মন্ট্রিলকে এগিয়ে নেন।
শুরুর এই গোল ইন্টার মায়ামি গলায় বড় কাটা হয়ে দেখা দিয়েছিল। ম্যাচের আধা ঘন্টা সময় পার হলেও তারা গোল পরিশোধ করতে পারেনি। তবে বিরতিতে যাওয়ার আগে সমর্থকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনেন অ্যালেন্দে ও মেসি। ৩৩ মিনিটে অ্যালেন্দে ও ৪০ মিনিটে মেসি গোল করেন। বিরতির সেই স্বস্তিকে উচ্ছ্বাসে রূপ দেন সেগোভিয়া ও মেসি। সেগোভিয়া ৬০ মিনিটে এবং ৬২ মিনিটে মেসি গোল করেন। এ মৌসুমে ১৪ ম্যাচ মেসির এটা ছিল দ্বাদশ গোল।
