এশিয়ান গেমসে ফুটবলে শক্তিশালী জাপানের বিপক্ষে আগামী ২২ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। এরইমধ্যে চীনে পৌঁছেছে সাবিনার দল।
আগামী ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। পুরুষদের ফুটবল দল গতকালই শুরু করেছে এশিয়া কাপ। মিয়ানমারের কাছে ১ গোলে হেরেছে বাংলাদেশ।
এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে ‘ডি’ গ্রুপে অবস্থান বাংলাদেশের। জাপান ছাড়াও ওই গ্রুপে আছে ভিয়েতনাম ও নেপাল। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ভিয়েতনামের বিপক্ষে নামবে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর পরিচিত প্রতিপক্ষ নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কোচ সাইফুল বারী টিটু প্রথমবারের মত বড় আসরে মেয়েদের নির্দেশনা দেবেন।
বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: রূপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল।
রক্ষণ: নিলুফা ইয়াসমিন নীলা, শিউলী আজিম, আনাই মগিনী, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন, আফিফা খন্দকার, সুরমা জান্নাত।
মধ্যভাগ: ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্দা।
আক্রমণ: মার্জিয়া, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আক্তার রিপা, সুমাইয়া মাতসুসীমা।