বাংলাদেশ ফুটসালে আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা এলো গতকাল। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফুটসালের জন্য নিয়োগপ্রাপ্ত ইরানি কোচ সাঈদ খোদারাহমিকে পরিচয় করিয়ে দেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বিশ্বের অন্যতম সফল ফুটসাল জাতি ইরান থেকে কোচ এনে বাংলাদেশ এবার ফুটসালকে কাঠামোগত রূপ দিতে চায়।
ফুটসালকে ঘিরে নিজের অভিজ্ঞতা তুলে ধরে কোচ সাঈদ বলেন, ‘বাংলাদেশ ফুটসালে শিশু। ইরান সেই হিসেবে বিশ্ববিদ্যালয়। আমার চেষ্টা থাকবে বাংলাদেশের ফুটসালে উন্নতি করা।’ তিনি আরও জানান, ‘আমার শহরেই এক হাজার ফুটসাল স্টেডিয়াম। ইরানে প্রিমিয়ার লিগ থেকে অনূর্ধ্ব-১২ পর্যন্ত প্রতিযোগিতা হয়।’
সাঈদ দীর্ঘদিন এএফসি’র ফুটসাল ইন্সট্রাকটর হিসেবে কাজ করেছেন এবং মিয়ানমারের জাতীয় নারী ও পুরুষ দলের কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে আসার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। মিয়ানমারে দায়িত্ব নিয়েও একই অবস্থায় ছিলাম। এখন বাংলাদেশেও ভালো কিছু করতে চাই।’
বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, ‘ফুটসালে ২৩ র্যাংকিং অনেক। আমরা আশা করছি দ্রুতই র্যাংকিং সিস্টেমে প্রবেশ করতে পারব।’
আগামী সেপ্টেম্বরেই বাংলাদেশ ফুটসাল দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে। ১৪ সদস্যের মূল দল গঠনের আগে ২৪ জনের স্কোয়াড এএফসিতে নিবন্ধন করতে হবে ১৯ আগস্টের মধ্যে।
তাবিথ আউয়াল জানান, ‘আমরা সামনে ফুটসাল লিগ আয়োজন করব। পুরুষদের পাশাপাশি নারী দলও গঠন করা হবে।’ বর্তমানে হ্যান্ডবল ও মিরপুর ইনডোর স্টেডিয়ামেই ফুটসালের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বাফুফের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















