ফুটসাল বাছাইয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ, আসছেন বিদেশি কোচ

বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে। ফুটসাল বিভাগে এতদিন কোনো কার্যক্রম না থাকলেও, এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এজন্য গঠিত হয়েছে একটি ফুটসাল কমিটি, যার নেতৃত্বে আছেন ইমরানুর রহমান।

প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাইয়ের জন্য ২০ ও ২১ জুলাই রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে ট্রায়ালের আয়োজন করা হয়েছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহীদের বাফুফের ফেসবুক পেজের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছে। ট্রায়ালে অংশগ্রহণকারীদের ১০ থেকে ১৫ মিনিট করে খেলার সুযোগ দেওয়া হবে, যেখানে কোচ ও অভিজ্ঞ সাবেক খেলোয়াড়রা পারফরম্যান্স পর্যবেক্ষণ করবেন।

এই মুহূর্তে বাংলাদেশে এএফসি অনুমোদিত ফুটসাল কোচ নেই। কারণ, এশিয়ান ফুটসালে হেড কোচ হতে লেভেল-৩ সার্টিফিকেট প্রয়োজন, যা কারও নেই। ফলে বাফুফে বাধ্য হয়ে বিদেশি কোচ নিয়ে আসছে, যিনি দুই মাস মেয়াদে ট্রায়াল ও প্রস্তুতি পর্বে দলকে পরিচালনা করবেন।

বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ইরান, স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। যদিও মূল পর্বে জায়গা পাওয়া কঠিন, তবুও বাফুফের লক্ষ্য সর্বোচ্চ লড়াইয়ের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করা।

Exit mobile version