বাফুফে ভবনে বুধবার হয়ে গেল ফেডারেশন কাপের ড্র। এবারের আসরে দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী একই গ্রুপে খেলবে।
গত লিগে অবস্থান অনুসারে ক্লাবগুলোকে পাঁচটি পটে ভাগ করা হয়। প্রতি গ্রুপ রয়েছে পাঁচটি দল। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে উঠবে। এবার অবশ্য গতানুগতিক সেমিফাইনাল থাকছে না। বরং ভিন্ন পদ্ধতিতে খেলা হবে। কোয়ালিফায়ার ও এলিমিনেটর। সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন দলের মধ্যেকার লড়াইয়ে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। এ ম্যাচের হারা দল দুই রানার্স আপের মধ্যেকার লড়াইয়ে জয়ী দলের মুখোমুখি হবে। এ ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে।
আগামী ৩ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল হবে ২ মে। এবারের আসরের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।
গ্রুপ এ তে রয়েছে: বসুন্ধরা কিংস, পুলিশ, ফর্টিজ, ব্রাদার্স ও ওয়ান্ডারার্স।
গ্রুপ বি তে রয়েছে: মোহামেডান, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরেরপুল ইয়ংমেন্স।