ফিক্সচার অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্ব। তবে বাফুফের পেশাদার লিগ কমিটি ৩১ জানুয়ারি শুক্রবার গ্রুপ পর্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী আবাহনী-রহমতগঞ্জ এবং মোহামেডান-ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচ দুটো শুক্রবার মাঠে গড়াবে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল তিনটায় মুখোমুখি হবে আবাহনী-রহমতগঞ্জ। একই সময় মাঠে নামবে মোহামেডান ও ফকিরেরপুল ইয়ংমেন্স। তবে এ ম্যাচটি হবে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে।
এদিকে ১ ফেব্রুয়ারি শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এ সময়ে প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। মূলত ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধনের সুবিধার্থে ফেডারেশন কাপের ম্যাচ এগিয়ে আনা হয়েছে।