ফ্রান্সকে হারিয়ে অ-১৭ বিশ্বকাপে জার্মানির ১ম শিরোপা

সিনিয়রদের বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু অনূর্ধ্ব-১৭ আসরে তাদের প্রাপ্তির খাতা ছিল শূন্য। অবশেষে সেই শূন্যতার অবসান হয়েছে। প্রথমবারের অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের শিরোপা জয় করেছে দেশটি। শনিবার সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে তারা।

ইন্দোনেশিয়ায় চলমান বিশ্বকাপে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়েছে জার্মানির যুবারা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।

এ আসরের আগে একবারই জার্মানি ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল। টুর্নামেন্টের প্রথম আসরে ফাইনালে পৌঁছেছিল তারা। চীনে অনুষ্ঠিত ফাইনালে নাইজেরিয়ার কাছে ০-২ গোলে হেরেছিল দলটি। তারপর আর ফাইনালে খেলার সুযোগই পায়নি। এবার যখন পেলো সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে শিরোপা পুনরুদ্ধারের আর সুযোগ দেয়নি দলটি। নাটকীয়ভাবে তারা জয় পেয়েছে। টাইব্রেকারের শুরুতে ফ্রান্স দুই গোলে এগিয়ে থাকার পরও শিরোপা জিততে পারেনি। জার্মানি প্রথম শটে গোল করতে ব্যর্থ হয়েছিল।

নির্ধারিত সময়ের খেলায় ২৯ মিনিটে পেনাল্টির সুবাদে জার্মানি এগিয়ে গিয়েছিল। বিরতির আগে কোনো দলই আর কোনো গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জার্মানি আবার গোল করে ব্যবধান ২-০ করে। জার্মানির এই গোলের উৎসব শেষ হতে না হতেই ফ্রান্স ব্যবধান কমিয়ে আনে। মাত্র দুই মিনিটের ব্যবধানে এই গোল পেয়েছিল ফ্রান্স।

তবে জার্মানি বড় ধাক্কাটা খায় ৬৯ মিনিটে। এ সময়ে দলটির মার্ক ওসাউই লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হয়। আর সুযোগটি কাজেও লাগায় ফ্রান্স। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে তারা সমতাসূচক গোল পায়। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।

ম্যাচে অবশ্য ফ্রান্সের স্পষ্ট আধিপত্য ছিল। ৬৫ ভাগ সময় খেলা তারাই নিয়ন্ত্রণ করেছে। তারপরও শেষ হাসি হেসেছে জার্মানি।

Exit mobile version