ফ্লাইট বাতিল হওয়ায় আজ নেপাল থেকে দেশে ফেরা হচ্ছেনা জামালদের!

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) নিরাপত্তাজনিত কারণে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ে দেশে ফেরার পথে আটকা পড়েছে।

নেপালে টানা ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। সরকার কারফিউ জারি করলেও প্রাণহানির ঘটনা ঘটছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই বাতিল হয়ে গেছে আজ নির্ধারিত বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচ।বাংলাদেশ দলের মূল পরিকল্পনা ছিল আগামীকাল কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার। তবে ম্যাচ না হওয়া এবং নিরাপত্তাজনিত কারণে ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছিল দলকে আজই দেশে ফিরিয়ে আনার।

এরই মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিল বাফুফে। গতকাল (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের সঙ্গে টিকিট পরিবর্তনের আবেদন জানায় তারা। আজ সকালে বিমান অফিসে রিশিডিউল ফি জমা দেওয়ার পর জাতীয় দলের জন্য ৩৩টি নতুন টিকিট ইস্যু করেছিল বিমান কর্তৃপক্ষ।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় দেশে ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। তবে সব ফ্লাইট বাতিল হওয়ায় জামাল ভূঁইয়াদের নেতৃত্বাধীন দল কাঠমান্ডুতে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন।

এ পরিস্থিতি তৈরি হয়েছে কাঠমান্ডুতে চলমান দুর্নীতিবিরোধী আন্দোলনের কারণে। টানা বিক্ষোভের মধ্যেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এই সহিংসতায় ইতিমধ্যেই অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।

এতেও বাংলাদেশ দল ইতিমধ্যেই প্রথম প্রীতি ম্যাচটি সম্পন্ন করেছে। তবে নিরাপত্তার কারণে দ্বিতীয় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং আয়োজক কর্তৃপক্ষ সম্মিলিতভাবে দ্বিতীয় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।

Exit mobile version