স্প্যানিশ ফুটবলে আরও একটি বড় জয় পেয়েছে বার্সেলোনা। রোববার প্রতিপক্ষের মাঠে লিগ ম্যাচটি ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। রোমাঞ্চকর ম্যাচের প্রথমার্ধে রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলের পর ব্যবধান কমান আয়োসে পেরেস।
এরপর দ্বিতীয়ার্ধে পাবলো তোরে ব্যবধান আবার বাড়ানোর পর জোড়া গোল করেন রাফিনিয়া। মাঝে পেনাল্টি মিস করে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন লেভানদোভস্কি।
৬ ম্যাচে শতভাগ সাফল্যে বার্সেলোনার পয়েন্ট হলো ১৮। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রেয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ভিয়ারেয়াল।