বড় জয় দিয়ে শুরু ডর্টমুন্ডের; ড্র ম্যান সিটির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

২০২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, আর ২০২৪ এর রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ড নতুন পদ্ধতিতে শুরু হওয়া এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের মিশন শুরু করেছে বাংলাদেশ সময় বুধবার রাতে। উভয় ক্লাব নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও সিটি নিজেদের মাঠে ইতালির ইন্টার মিলানের সাথে গোলশূন্য ড্র করেছে। আর ২০২৪ সালের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড বেলজিয়ামের ‘ক্লাব ব্রাগ’ এর মাঠে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে।

গেল এক দশকে ক্লাব বা জাতীয় পর্যায়ে কোন সাফল্য না পেলেও ইউরোপীয় ফুটবলে ‘ইউরোপের পাওয়ার হাউজ’ হিসেবে খ্যাতি পেয়েছিলো বেলজিয়াম। সেই দেশের ‘ক্লাব ব্রাগের’ মাঠে প্রথমার্ধে সুবিধাই করতে পারেনি ডর্টমুন্ড।

Exit mobile version