ইনজুরিমুক্ত হয়ে দলে ফিরেছেন হ্যারি কেন। তার দলে ফেরা ম্যাচে বায়ার্ন মিউনিখ বড় জয় পেয়েছে। নিজেদের মাঠের খেলায় শনিবার রাতে বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে হারিয়েছে লাইপজিগকে।
হ্যারি কেন গত মাসে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলার সময় আহত হয়ে মাঠ ছেড়েছিলেন। এ ম্যাচের মাঝ দিয়ে মাঠে ফিরলেও গোলের খাতায় নাম লেখাতে পারেননি। তবে দারুণ এক গোলের রূপকার ছিলেন তিনি। প্রথম মিনিটে বায়ার্নের পাওয়া গোলটির উৎসের সূচনা করেছিলেন কেন।
বায়ার্ন-লাইপজিগ ম্যাচে এক নাটকীয় ঘটনার স্বাক্ষী হয়েছে বুন্দেসলিগা দর্শকেরা। মাত্র দুই মিনিটে দুই গোল দেখেছে তারা। বুন্দেসলিগা ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটলো। জামাল মুসিয়ালা প্রথম মিনিটে গোলের দেখা পান। পরের মিনিটে সেসকো গোল ফিরিয়ে দেন। এরপর বায়ার্ন আরও চার গোল করলেও লাইপজিগ কোনো গোল পায়নি। বায়ার্নের হয়ে অন্য গোলগুলো করেন কনরাড লাইমার, কিমিচ, লেরস সানে ও ডেভিস।
গত সপ্তাহটা ভালো যায়নি বায়ার্ন মিউনিখের। মৌসুমের প্রথম লিগ হারের স্বাদ নিতে হয় তাদের। মেইঞ্জের কাছে হেরেছিল তারা। তারপরেই এই বিশাল জয়। দারুণ এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ভালোভাবেই ধরে রেখেছে বায়ার্ন। ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে শিরোপা প্রত্যাশী দলটি। এর ফলে ২৬তম বারের মতো টেবিলের শীর্ষে থেকে দলটি বড়দিনের ছুটিতে যাওয়ার সুযোগ পেয়েছে।
লাইপজিগের জন্য এ ম্যাচে জয়টা বড্ড দরকার ছিল। তাহলে শীর্ষস্থানের লড়াইয়ে তারা নিজেদের ভালোভাবে টিকিয়ে রাখতে পারতো। বর্তমানে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে।