বড় দিনের উৎসবের আগে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব চেলসির বড়দিনের আনন্দ বিষাদে পরিণত করেছে উলভারহ্যাম্পটন। বড়দিনের আগের রাতে ব্লুজদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে উলভ শিবির।

ম্যাচের তিনটা গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এর মধ্যে দুই গোল এসেছে ইনজুরির কারণে যোগ করা সময়ে। ৯৬তম মিনিটে ক্রিস্টোফার গোল করে পরাজয়ের ব্যবধা কমিয়েছেন। ৯৩তম মিনিটে চেলসির দ্বিতীয় গোলটি করেন ম্যাট ডোহার্টি। এর আগে ৫১ মিনিটে গোল ওলভারহ্যাম্পটনের মারিও লেমিনা।

এ জয়ের মধ্য দিয়ে উলভারহ্যাম্পটন গত সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখলো। একই সাথে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নাম্বারে উঠে এসেছে গ্যারি ও’নেইলের ছেলেরা। সমান ২২ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে দশম স্থানে চেলসি।

সাবেক চ্যাম্পিয়ন চেলসি এখন হারের সঙ্গে যেন মিতালি করেছে। যে কেউ তাদের হারিয়ে দিচ্ছে। এ পর্যন্ত লিগে ১৮ ম্যাচের আটটিতে হেরেছে তারা। জয় মাত্র ছয়টিতে। চারটিতে ড্র। আর টানা চার ম্যাচে অ্যাওয়েতে হেরেছে দলটি।

স্বাভাবিকভাবেই চেলসির কোচ ও খেলোয়াড়রা হতাশ। ম্যাচ শেষে চেলসি কোচে মরিসিও পচেত্তনি বলেন, আমরা খুবই হতাশ। কেননা এর থেকে ভালো ফল আমাদের প্রাপ্য ছিল। আমরা ঠিক মতো ম্যাচ শেষ করতে পারিনি। আমরা সুযোগ তৈরি করেছিলাম, বল নিয়ন্ত্রণে রাখার লড়াইয়েও এগিয়ে ছিলাম কিন্তু গোল করতে পারিনি।’

পচেত্তিনো আরও বলেন, আমাদের দলটা তরুণদের নিয়ে গড়া। অনেক খেলোয়াড়ই এবার প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলছে। তাদেরকে মানিয়ে নিতে সময় দিতে হবে। এই সব ম্যাচ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা এখন যে অবস্থানে রয়েছি চেলসির সেখানে থাকা উচিত নয়।

Exit mobile version