বদলি নেমে মেসির ম্যাজিক হ্যাটট্রিক, মায়ামির রেকর্ড

কবে থামবেন মেসি! নাকি দেশের হয়ে আরও একটি বিশ্বকাপ জিতে তবেই থামবেন আর্জেন্টাইন এই কিংবদন্তি! এমন প্রশ্ন এখন মেসির ভক্তদের মুখেমুখে! মাত্র ৩ দিনের ব্যবধান, আবার হ্যাটট্রিক করে দলকে জেতালেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সিতে গত ১৬ অক্টোবর হ্যাটট্রিক। এবার হ্যাটট্রিক করেছেন ক্লাব ফুটবলে, ইন্টার মায়ামির হয়ে। এদিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে বন্ধু সুয়ারেজকে নিয়ে যেন গোল উৎসবে মেতে উঠেছিলেন লিওনেল মেসি।

দুর্দান্ত ফুটবল উপহার নিজে করলেন হ্যাটট্রিক। আর বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে করালেন জোড়া গোল! তাতে নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেসির ইন্টার মায়ামি। এ জয়ের মধ্য দিয়ে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ভেঙেছে ফ্লোরিডার দলটি।

অথচ এতিন ম্যাচের শুরুটা মায়ামির জন্য অন্য রকমই ছিল। ম্যাচে ৩৪ মিনিটে নিউ ইংল্যান্ড ২-০ গোলে এগিয়ে যায়। এরপর প্রথমার্ধের শেষ দিকে সুয়ারেজের জোড়া গোলে ২-২ সমতা আনে মায়ামি।

ম্যাচে তখনও ম্যাজিক বাকি! কারণ ৫৮ মিনিটে মেসি মাঠে নামার পরপরই বদলে যায় মায়ামি। মেসি মাঠে নামার পরই  বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে ৩-২ গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ৭২ মিনিটে মায়ামির জালে বল পাঠিয়েও গোল পায়নি নিউ ইংল্যান্ড। ভিএআরের সাহায্য নিয়ে গোলটি বাতিল করেন রেফারি।

এরপরই শুরু হয় মেসি-ম্যাজিক শো। খেলার ৭৮ থেকে ৮৯, মাত্র ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। ৭৮ মিনিটে প্রথম, ৮১ মিনিটে মেসির দ্বিতীয় ও ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

Exit mobile version