ভয়াবহ বন্যার কবলে স্পেন। এরই মধ্যে বন্যার কারণে প্রাণ হারিয়েছে ২১৭ জন। এমন অবস্থায় ফুটবল খেলা ঠিক হচ্ছে না বলে মনে করছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। তার মতে খেলা এ মুুহুর্তে বন্ধ রাখা উচিত।
এক সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, এটা ভয়ঙ্কর এক সময়। আমরা সবাই মর্মাহত। আমরা ভ্যালেন্সিয়ার খুব কাছে থাকি। এই এলাকাটা বন্যার কবলে পড়েছে। আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। তবে এ সময়ে ফুটবল নিয়ে কথা বলা কঠিন। একই সঙ্গে ফুটবল খেলাও কঠিন। আমরা এ দেশেরই একটা অংশ। আর এই বন্যায় আমরা ক্ষতির শিকার।’
বন্যার কারণে স্প্যানিশ লিগের কোনো কোনো ম্যাচ বাতিল করা হয়েছে। তবে বেশির ভাগ ম্যাচ সময়মত শুরু হয়েছে। গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ বাতিল করা হয়। একই সঙ্গে বাতিল হয় ভিয়ারিয়াল ও রায়ো ভায়েকানোর ম্যাচ। তবে একই দিন লিগের আটটি খেলা মাঠে গড়ায়।
রিয়াল মাদ্রিদের গত সপ্তাটা ভালো যায়নি। বার্সেলোনার কাছে ঘরোয়া লিগে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। এমন অবস্থায় মঙ্গলবার তারা চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। এ ম্যাচের প্রস্তুতি সম্পর্কে কার্লো আনচেলোত্তি বলেন, আমাদের মাথা ঠিক মতো কাজ করছে না। তবে আমরা ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। কেননা আমরা পেশাদার। আর এটাই আমাদের কাজ।’
শুধু কার্লো আনচেলোত্তি নয়, একাধিক খেলোয়াড় ও কোচ খেলা বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, এমন পরিস্থিতে খেলা অব্যাহত রাখার কোনো অর্থ হয় না।