গুঞ্জনটা আগেই শুরু হয়েছিল। ব্রাজিল ফুটবল তা বেশিদূর বাড়তে দেয়নি। তার আগেই ছেটে ফেললেন জাতীয় দলের কোচ ডোরিভাল জুনিয়রকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর ডোরিভালকে ছাটাই করার গুঞ্জন উঠেছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
এক বিবৃতিতে ফুটবল ফেডারেশন জানায়, কোচ ডোরিভাল জুনিয়ার আর ব্রাজিল দলের দায়িত্বে থাকছেন না। ব্রাজিল ফুটবল ফেডারেশন তার সাফল্য কামনা করছে। এখন থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশন নতুন কারো হাতে দায়িত্ব তুলে দেবে। ব্রাজিলের নতুন কোচ হিসেবে আলোচনায় অনেকেই রয়েছেন। তবে এখানো কারো সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশনের।
ডোরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল ১৬ ম্যাচে সাত জয়, সাত ড্র করেছেন। হারের সংখ্যা দুই।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে তারা ৪-১ গোলে হারে। বিশ্বকাপ বাছাইয়ে এটা ব্রাজিলের সবচেয়ে বাজে হার। এই হারের ফলে পয়েন্ট টেবিলে ব্রাজিল চতুর্থ স্থানে নেমে এসেছে। তাদের পয়েন্ট ২১। ১৪ ম্যাচের মধ্যে তারা এরই মধ্যে ৫ ম্যাচে হেরেছে। গোল হজম করেছে ১৬টি।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী জুনে। এ সময়ে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও প্যারাগুয়ে।