ব্রাজিলের অন্তর্বর্তী ফুটবল কোচ ফেনার্ন্দো দিনিজকে শুক্রবার বহিষ্কার করা হয়েছে। ব্রাজিলের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এর প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ তার দায়িত্ব ফেরার একদিন পরই দিনিজ তার চাকরি হারালেন।
২০২২ সালে সিবিএফের নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম প্রক্রিয়ার কারণে রিও ডি জেনিরোর আদালত গত ৭ ডিসেম্বর রদ্রিগুয়েজসহ সব কর্মকর্তাদের বরখাস্ত করেন। দীর্ঘ প্রক্রিয়া আর জটিলতা শেষে অবশেষে রদ্রিগুয়েজ তার চেয়ার ফিরে পেয়েছেন।
দিনিজকে বরখাস্ত করার পর এখন কার হাতে দায়িত্ব তুলে দেবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পেতে সাও পাউলো কোচ ডোরিভাল জুনিয়র সবার থেকে এগিয়ে রয়েছেন। এ ব্যাপারে এরই মধ্যে রদ্রিগুয়েজ সাও পাউলোর প্রেসিডেন্ট জুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন।
সাও পাউলো অবশ্য তাদের কোচকে এ মুহুর্তে ছাড়তে রাজি নয়। অন্তত কোনো ক্ষতিপূরণ ছাড়া তো ছাড়তেই রাজি নয়। ডোরিভালের সঙ্গে চুক্তি ভঙ্গের যে শর্ত রয়েছে তার ক্ষতিপূরণ দাবি করেছে। এ সূত্র জানিয়েছে, এ মূহুর্তে ডোরিভালকে নিতে হলে সিবিএফকে ক্ষতিপূরণ হিসেবে ৯ লাখ ২০ হাজার ডলার গুনতে হবে।
দিনিজকে গত জুলাইতে এক বছরের চুক্তিতে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ সময়ে সিবিএফ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনা করছিল। জাতীয় দলের দায়িত্ব স্থায়ীভাবে তার হাতেই তুলে দিতে চেয়েছিল সিবিএফ। কিন্তু শেষ পর্যন্ত আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়নেনি। ফলে ব্রাজিলকে বড় একটা ধাক্কা হজম করতে হয়। তারই ধারাবাহিকতায় সিবিএফ এখন ডোরিভালকে দায়িত্ব চায়।
২০২২ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ায় সে সময়ের কোচ তিতে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে আর স্থায়ী কোনো কোচ পায়নি ব্রাজিল। এবার আর অস্থায়ী নয়, ব্রাজিল ফুটবল ফেডারেশন স্থায়ী কোচের হাতে দায়িত্ব তুলে দিতে চায়।