বার্সেলোনা নিজেদের এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালিস্ট হিসেবে দাবি করতেই পারে। যদিও ফিরতি লেগের খেলা এখনো বাকি। তবে প্রথম লেগের জয়ের ব্যবধানই তাদের এমন আত্মবিশ্বাস জোগাচ্ছে। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে বলা যায়। ৪-০ গোলে জয় পেয়েছে। জোড়া গোল করেছেন রবার্ট লেফানদোভস্কি। অন্য দুই গোল করেন রাফিনহা ও লামিনে ইয়ামাল।
গত ডিসেম্বর থেকে সব ধরণের প্রতিযোগিতায় অপরাজিত বার্সেলোনা। এ ম্যাচের শুরু থেকেই সেই দাপটটা দেখিয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে প্রথমার্ধে বরুশিয়া ডর্টমুন্ড জোর প্রতিরোধ গড়ে তোলায় একটার বেশি গোল পায়নি তারা। সেই ঝালটা মিটিয়েছে দ্বিতীয়ার্ধে। একের পর এক গোল করেছে। প্রথমার্ধে বার্সেলোনার সামনে প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন বরুশিয়ার গোরলক্ষক গ্রেগর কোবেল।
বার্সেলোনা গত ২৩ ম্যাচ অপরাজিত। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ২০২৫ সালে একমাত্র অপরাজিত দল। এ জয়ের মাঝ দিয়ে তারা ট্রেবল জয়ের সম্ভাবনা ধরে রেখেছে।
প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম গোল পাওয়ার পর দ্বিতীয় গোলের জন্য তাদের প্রায় সম সময় অপেক্ষা করতে হয়। রাফিনহা প্রথম গোল করার ২৩ মিনিটে পর লেফানদোভস্কি বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে নেয়। ৬৬ মিনিটে লেফানদোভস্কি আবার গোল করেন। ৭৭ মিনিটে ইয়ামাল চতুর্থ গোল করে বার্সেলোনা বড় জয়ের পাশাপাশি সেমিফাইনালে খেলার পথটাও সুগম করেন।