বরুশিয়া ডর্টমুন্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে হেরেছে। তারপরও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশ দলটি। প্রথম লেগের ৪-০ গোলের জয় বার্সেলোনাকে এই হাসি এনে দিয়েছে। দুই লেগ মিলে ৫-৩ গোল গড়ে বার্সেলোনা সেমিফাইনালে পৌঁছেছে।
নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড বার্সেলোনার জন্য এক আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলে। বার্সেলোনার সমর্থকদের একটা মুহুর্তের জন্য স্বস্তিতে থাকতে দেয়নি বরুশিয়া ডর্টমুন্ড।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার ওপর ঝঁপিয়ে পড়েছিল ডর্টমুন্ড। তারই সুবাদে একের পর এক আক্রমণ রচনা করেছে দলটি। যার ধারাবাহিকতায় খেই হারিয়ে ফেলেছিল বার্সেলোনা। বিশেষ করে দুই পাশ থেকে যেভাবে আক্রমণের ঢেউ তুলেছিল ডর্টমুন্ড তা ফুটবল দর্শকের জন্য ছিল আনন্দময়।
হ্যাটট্রিক করেছেন শেরহো গুইরাসি। ম্যাচের ১১, ৪৯ ও ৭৬ মিনিটে গোল করেছেন তিনি। ৫৪ মিনিটে একটা আত্মঘাতি গোল হজম না করলেও এ ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।
২৪ ম্যাচ পর বার্সেলোনার এটা প্রথম হার। এই হার সত্ত্বেও ২০১৯ সালের পর প্রথমবারের মতো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হওয়ার অপেক্ষায় রয়েছে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ।
