বলিভিয়াকে উড়িয়ে কোপার শেষ আটে উরুগুয়ে

টানা দুই ম্যাচে জয় পেয়ে অপ্রতিরোধ্য লা সেলেস্তেরা। বলিভিয়াকে পাঁচ গোলে বিদ্ধস্ত করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে ফেললেন লুইস সুয়ারেজরা। এদিন উরুগুয়ের জার্সিতে গোল পেয়েছেন পেলিস্ত্রি, ডারউইন, ম্যাক্সিমিলিয়ানো, ভালভার্দে এবং রড্রিগো।

ম্যাচের শুরু থেকেই উরুগুয়ের আক্রমণ সামাল দিতে পারেনি বলিভিয়া। মাত্র ৮ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন ফাকুন্দো পেলিস্ত্রি। এরপর একের পর এক গোলের সুযোগ তৈরী করে উরুগুয়ে। ২১ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন ডারউইন নুনে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে উরুগুয়ে। বদলি হিসেবে মাঠে নামেন সুয়ারেজ-সহ অনেকেই। এরপর থেকেই মূলত গোলের বন্যা বয়ে যায় মেটলাইফ স্টেডিয়ামে। ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউ। আর চতুর্থ গোলটি আসে ৮১ মিনিটে ভালভার্দের শট থেকে। ম্যাচের একেবারে শেষ দিকে ৮৯ মিনিটে এসে জয়ের ব্যবধান আরও বাড়ান রড্রিগো। শেষ পর্যন্ত ৫-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল উরুগুয়ে।

Exit mobile version