নারী কোপা আমেরিকায় বড় জয় পেয়েছে ব্রাজিল। ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে। দক্ষিণ আমেরিকার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের এটা টানা দ্বিতীয় জয়। দুই ম্যাচ থেকে দুই জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে।
দক্ষিণ আমেরিকার দশ দল নিয়ে শুরু হয়েছে নারী কোপা আমেরিকা। প্রথম ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে। টানা দুই জয়ে ব্রাজিলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচের উভয়ার্ধে তিনটি করে গোল করেছে ব্রাজিল। হ্যাটট্রিক করেছেন কেরোলিন। লুয়ানি করেছেন জোড়া গোল। অন্য গোলটি করেন আমান্দা গুতিয়েরেস।
গ্রুপ পর্বে ব্রাজিল ‘বি’ গ্রুপে খেলছে। তাদের গ্রুপে আরও রয়েছে প্যারাগুয়ে, কলাম্বিয়া, বলিভিয়া ও ভেনেজুয়েলা। পাঁচ দলের গ্রুপ গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।
ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা খেলছে ‘এ’ গ্রুপে। এক খেলায় এক জয় তাদের। পয়েন্ট টেবিলে অবস্থান তিনে। আগামীকাল তারা চিলির মুখোমুখি হবে। চিলি এক খেলায় জয় নিয়ে আর্জেন্টিনার সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে। গোল পার্থক্যে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে তারা।
